ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শহীদ লেনে মাদকবিরোধী অভিযান, শতাধিক স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, জুন ২০, ২০১৮
শহীদ লেনে মাদকবিরোধী অভিযান, শতাধিক স্থাপনা উচ্ছেদ শহীদ লেনে মাদকবিরোধী ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে আকবর শাহ থানা পুলিশ। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: নগরের আকবরশাহ এলাকার শহীদ লেনে মাদকবিরোধী ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে আকবর শাহ থানা পুলিশ।

বুধবার (২০ জুন) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে বলে বাংলানিউজকে জানান আকবরশাহ থানার পরিদর্শক (তদন্ত) উৎপল বড়ুয়া।

রেলওয়ের মালিকানাধীন জায়গায় গড়ে ওঠা এ বস্তিতে অভিযানে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও মাদকের আখড়া উচ্ছেদ করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক বাংলানিউজকে বলেন, রেলওয়ের মালিকানাধীন জায়গায় গড়ে উঠা শহীদ লেন বস্তিতে অভিযানে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও মাদকের আখড়া উচ্ছেদ করা হয়েছে।

শহীদ লেনে মাদকবিরোধী ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় বিক্ষোভের চেষ্টা করে বাসিন্দারা।                                             <div class=

ছবি: উজ্জ্বল ধর" src="http://cdn.banglanews24.com/media/imgAll/2016October/bg/bg-2320180620142914.jpg" style="margin:1px; width:100%" />তিনি বলেন, এ বস্তিতে নিয়মিত মাদকের আসর বসে বলে তথ্য রয়েছে পুলিশের কাছে। তাই স্থায়ীভাবে এ অবৈধ বস্তি উচ্ছেদে অভিযান শুরু করেছি আমরা। পুরো বস্তি উচ্ছেদ করতে সপ্তাহখানেক সময় লাগতে পারে।

পর্যায়ক্রমে মাদক বিক্রি ও সেবনের অন্যান্য জায়গাগুলোতে অভিযান চলবে বলে জানান উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক।

অভিযানে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, পরিদর্শক (তদন্ত) উৎপল বড়ুয়া উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুন ২০, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad