ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সুদীপ্ত হত্যা মামলায় সালাউদ্দিন গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, জুন ২০, ২০১৮
সুদীপ্ত হত্যা মামলায় সালাউদ্দিন গ্রেফতার 

চট্টগ্রাম: ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় মো. সালাউদ্দিন (২০) নামে আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ জুন) দিনগত রাতে নগরের লালখান বাজার মতিঝর্না এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন।

সালাউদ্দিন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বীরকোর্ট কাঙ্কিরহাট এলাকার সোলাইমান আলীর ছেলে।

সালাউদ্দিন লালখানবাজার মতিঝর্না এলাকায় থাকতেন।

ওসি নেজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মতিঝর্না এলাকা থেকে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার আসামি সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

এ মামলায় বিভিন্ন সময়ে গ্রেফতার আসামিদের দেওয়া জবানবন্দিতে সালাউদ্দিনের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে।

সালাউদ্দিনসহ এ মামলায় মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি নেজাম উদ্দিন।

গ্রেফতার বাকি পাঁচজন হলেন, মোক্তার, ফয়সাল আহমেদ পাপ্পু, খাইরুল নূর ইসলাম ওরফে খায়ের, আমির হোসেন ওরফে বাবু এবং রুবেল দে ওরফে চশমা রুবেল।

গত বছরের ৬ অক্টোবর নগরের দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। এ ঘটনায় সুদীপ্তর বাবা বাবুল বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত পরিচয় সাত-আটজনকে আসামি করে মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুন ২০, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।