ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিএমপির ওয়েবসাইটে তথ্য হালনাগাদ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
সিএমপির ওয়েবসাইটে তথ্য হালনাগাদ শুরু সিএমপির ওয়েবসাইট

চট্টগ্রাম: বাংলানিউজে সংবাদ প্রকাশের ১ ঘন্টার মধ্যে তথ্য হালনাগাদের কাজ শুরু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ওয়েবসাইটে।

মঙ্গলবার (১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে সিএমপির ওয়েবসাইটের (http://cmp.gov.bd) তথ্য হালনাগাদের কাজ শুরু হয় বলে সিএমপি সূত্রে জানা গেছে।

সূত্রটি জানায়, সিএমপি কমিশনারের নির্দেশে কাজ শুরু করে সিএমপির আইসিটি বিভাগ।

রাত ১২টার দিকে সিএমপির ওয়েবসাইট ব্রাউজ করে দেখা গেছে, সিএমপি কমিশনারের বাণী সংশোধন এবং বর্তমান কমিশনারের ছবি যুক্ত করা হয়েছে।

সিএমপির ওয়েবসাইটে রাত ১০টা পর্যন্ত সাবেক কমিশনার মো. ইকবাল বাহারের বাণী ও ছবি যুক্ত ছিল।

এ নিয়ে মঙ্গলবার রাত ১০টা ১৬ মিনিটের দিকে ডিজিটাল যুগে এনালগ সিএমপি! শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

মঙ্গলবার বিকেলে সিএমপির ওয়েবসাইট ব্রাউজ করে দেখা যায়, প্রায় দুই মাস ধরে ওয়েবসাইটটির কোনো তথ্য হালনাগাদ করা হয়নি। সিএমপিতে গত ১২ জুন নতুন কমিশনার হিসেবে যোগদান করেন মো. মাহাবুবর রহমান। কিন্তু ওয়েবসাইটে ছিল সাবেক কমিশনার মো. ইকবাল বাহারের নাম ও ছবি।  

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, জুন ২০, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।