ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নগরমুখী মানুষের স্রোতে বাড়ছে রোগীও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
নগরমুখী মানুষের স্রোতে বাড়ছে রোগীও কর্মব্যস্ত হয়ে উঠছে চমেক হাসপাতালের জরুরি বিভাগ।

চট্টগ্রাম: ঈদুল ফিতরের টানা ছুটি শেষে নগরমুখী মানুষের স্রোত দিন দিন বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রোগীর সংখ্যাও।

মঙ্গলবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টায় চমেক হাসপাতালে গিয়ে দেখা যায় এ চিত্র।

চমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, সোমবার (১৮ জুন) চেয়ে মঙ্গলবার (১৯ জুন) রোগী ভর্তি হচ্ছে বেশি।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৬০ জন রোগী চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি হয়েছেন। যা আগের দিনের চেয়ে বেশি।

জরুরি বিভাগের টিকিট কাউন্টারে দায়িত্বরত কর্মকর্তা নাছির উদ্দিন বাংলানিউজকে বলেন, ঈদুল ফিতরের ছুটি শেষে নগরমুখী মানুষ যেমন বাড়ছে সেই সঙ্গে রোগীর সংখ্যাও বাড়ছে। আজ দুই ঘণ্টায় রোগীর ভর্তির টিকিট নিয়েছেন প্রায় ৬০ জন।

চমেক হাসপাতালের টিকিট কাউন্টারে ভিড় বাড়ছে।  নগরের হালিশহর থেকে স্ত্রীকে নিয়ে চমেক হাসপাতালে এসেছেন ব্যাংক কর্মকর্তা সাজিদুল ইসলাম।  

সাজিদুল বাংলানিউজকে বলেন, রূপালী ব্যাংকে কাজ করি। কক্সবাজারে ঈদের ছুটি কাটিয়ে সোমবার সকালেই শহরে চলে আসি। রাতে তার (স্ত্রী) পেট ব্যথা শুরু হয়। পরে সকালে চমেক হাসপাতালে নিয়ে আসি।

জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার সাইফুল আজিম বাংলানিউজকে বলেন, শহরে মানুষের চাপ বাড়লে চমেক হাসপাতালেও রোগীর চাপ বাড়বে। আজ সকাল থেকে রোগীর সংখ্যাও অন্যদিনের চেয়ে বেশি। কারণ শহরমুখী মানুষ বাড়ছে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।