ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঈদের ছুটি শেষে রোববার খুলছে চবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
ঈদের ছুটি শেষে রোববার খুলছে চবি

চট্টগ্রাম: পবিত্র ঈদুল ফিতর ও বর্ষাকালীন ছুটি মিলে এক মাস বন্ধ থাকার পর রোববার (২৪ জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) খুলছে। ওই দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুসারে হবে।

বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার একেএম নূর আহমেদ বাংলানিউজকে বলেন, ‘ঈদুল ফিতর ও বর্ষাকালীন ছুটির পর রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম শুরু হবে। ’

তিনি জানান, গত ২৬ মে শুরু হয় ঈদুল ফিতর ও বর্ষাকালীন অবকাশ।

চলে ২১ জুন পর্যন্ত। কিন্তু এক মাস ছুটির পর ২২ জুন শুক্রবার ও ২৩ জুন শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ২৪ জুন বিশ্ববিদ্যালয় খুলছে।

অবকাশে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস না হলেও পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।

চবি সূত্রে জানা গেছে, রোববার থেকে ক্যাম্পাস ও চট্টগ্রাম নগরী অভিমুখে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন ও শিক্ষক বাস পূর্বনির্ধারিত নিয়মে চলাচল করবে।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
জেইউ/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।