ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অন্যের ‘পাহারায়’ নিজ আনন্দ বিলিয়ে দেন যারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
অন্যের ‘পাহারায়’ নিজ আনন্দ বিলিয়ে দেন যারা নিরাপত্তা প্রহরী আব্দুল জাব্বার

চট্টগ্রাম: কেউ ঢাকার বাসিন্দা, কেউ নোয়াখালীর। আবার কেউবা এসেছেন সুদূর রাজশাহী থেকে। জন্মসূত্রে ভিন্ন ভিন্ন এলাকার বাসিন্দা হলেও তাদের কাজের ধরণ এক। সবাই বাসা-বাড়ির নিরাপত্তা প্রহরী।

ঈদের ছুটিতে অন্য পেশার সবাই যখন সব কাজ ফেলে নাড়ির টানে নিজ নিজ এলাকায় পরিবারের সঙ্গে ঈদ করছেন, তখনও বাসা-বাড়ি পাহারার দায়িত্বে ব্যস্ত সময় কাটছে এ মানুষগুলোর। অন্যের বাড়ি পাহারায় নিজের ঈদ আনন্দ বিলিয়ে দিচ্ছেন তারা।

রোববার (১৭ জুন) দুপুরে নগরের কাজির দেউড়ি এলাকায় একটি বহুতল ভবনে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছিলেন ঢাকার সূত্রাপুরের বাসিন্দা আব্দুল জাব্বার। ঈদে বাড়ি যাননি? এমন প্রশ্নে হাসি মুখেই জাব্বারের উত্তর, ঈদ করতে আমি গ্রামের বাড়ি চলে গেলে এ বাড়ি পাহারা দেবে কে?

তিনি বলেন, পরিবারের সবার সঙ্গে ঈদ করার মধ্যে অন্যরকম আনন্দ আছে।

স্ত্রী-সন্তানদের নিয়ে একসঙ্গে খাওয়া, নিজের বাড়িতে আত্মীয়-স্বজনদের আপ্যায়িত করা, তাদের বাসায় ঘুরতে যাওয়া, সবাই মিলে আনন্দ করা- এসব ঈদ ছাড়া আর কখন সম্ভব?

তবে এ আনন্দের চেয়েও বড় আনন্দ লাগে যখন নিজের উপর অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি। যাদের মূল্যবান জিনিষপত্র পাহারা দিতে আমরা দায়িত্ব নিয়েছি ঈদের ছুটি শেষে তাদের জিনিষগুলো অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে পারি। বলেন আব্দুল জাব্বার।

প্রায়ই একই উত্তর পাওয়া গেল রহমতগঞ্জের আরেকটি বহুতল ভবনের নিরাপত্তা প্রহরী জাকির হোসেনের কাছ থেকে।

নোয়াখালীর বাসিন্দা জাকির বাংলানিউজকে বলেন, আমাদের পেশাটাই চ্যালেঞ্জিং। সবাই মূল্যবান আসবাব সামগ্রী, জিনিষপত্র বাসায় রেখেই ঈদ করতে গ্রামের বাড়ি চলে যান। এসব জিনিষপত্র দেখেশুনে রাখা অনেক দায়িত্বের। এ জন্যই নিজেদের ঈদ আনন্দ ভুলে তাদের বাসা-বাড়ি পাহারায় কাজ করছি আমরা।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৮

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।