ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপির রাজনীতি খালেদার হাঁটু-কোমর ব্যাথায় আটকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
বিএনপির রাজনীতি খালেদার হাঁটু-কোমর ব্যাথায় আটকা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ড. হাছান মাহমুদ। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: বিএনপির রাজনীতি এখন খালেদা জিয়ার হাঁটু ব্যাথা আর কোমর ব্যাথায় আটকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

শুক্রবার (১৫ জুন) বেলা ১২টার দিকে নগরের চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে ড. হাছান মাহমুদ বলেন, ‘সরকারের নানামূখী পদক্ষেপের কারণে দেশের মানুষ নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারছে।

সড়কে মেরামতের কাজ দ্রুত চলেছে। যদিও বিএনপি বরাবরই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
গতকালও বলেছে। সামগ্রিকভাবে বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে তাদের সমস্ত রাজনীতি বেগম জিয়ার হাঁটুর ব্যাথা আর কোমর ব্যাথার মধ্যে আটকে গেছে। তাদের সমস্ত মাথা ব্যাথা এখন বেগম জিয়ার স্বাস্থ্য আর হাঁটু ও কোমরের ব্যাথা নিয়ে। বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা ও উন্নত বিষয় নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই। ’

তিনি আরও বলেন, ‘বেগম জিয়ার হাঁটুর ব্যাথা বহু দিন আগের। এই ব্যাথা নিয়ে তিনি প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী এবং বিএনপি চেয়ারপার্সনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। আমরা জেলে যাওয়ার আগে দেখতে পেলাম, হাত ধরে গাড়ি থেকে নামানো হতো, আবার হাত ধরে গাড়িতে ওঠানো হতো। তিনি তার স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজে গিয়েছিলেন। তখন তিনি কারো হাত ধরা ছাড়াই গাড়ি থেকে নামলেন, আবার হাত ধরা ছাড়াই গাড়িতে ওঠলেন। এতে স্বাভাবিকভাবেই মনে হয়, কারাবন্দি হওয়ার পর ওনার স্বাস্থ্য ভাল হয়েছে। ’

নগরের চট্টগ্রাম প্রেস ক্লাবে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন।  ছবি: সোহেল সরওয়ার

বেগম জিয়ার স্বাস্থ্য নিয়েই বিএনপির যত নোংরা রাজনীতি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কারাগারে তার স্বাস্থ্যসেবার জন্য সার্বক্ষনিক একজন মহিলা নার্স, একজন পুরুষ নার্স এবং একজন ডাক্তার রয়েছে। প্রতিদিন ডাক্তার তার স্বাস্থ্য পরীক্ষা করেন। সপ্তাহে কিংবা দশদিন পরে তার ব্যক্তিগত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করেন। যে ওষুধগুলো খাচ্ছেন, সেগুলো তার ব্যক্তিগত চিকিৎসক কর্তৃক প্রেসক্রাইভ করা। তিনি কারাগারে যাওয়ার আগে যে ওষুধ খেতো, সেই ওষুধগুলোই খাচ্ছেন। অথচ এগুলো নিয়েই বি্এনপির যত নোংরা রাজনীতি। আমরা দেখতে পেলাম বিএনপির সিনিয়র নেতা খন্দকার মাহুবব হোসেন ক’দিন আগে বক্তব্য দিয়েছেন, বেগম জিয়াকে প্যারোলো মুক্তি দেওয়ার জন্য। তাহলে কি তারা বেগম জিয়াকে পালানোর সুযোগ করে দেওয়ার চেষ্টার কথা বলছেন। আমরা দেখেছি তারেক রহমান মুচলেকা দিয়েছিলো। তিনি আর কখনো রাজনীতি করবে না। তিনি কিন্তু ইংল্যান্ডে গিয়ে রাজনীতি শুরু করেছেন। তো খন্দকার মাহবুব হোসেনের বক্তব্যে মনে হচ্ছে তারা বেগম জিয়াকে প্রকারান্তরে প্যারোলোর কথা বলে পালানোর সুযোগ দেওয়ার কথা বলার চেষ্টা করছেন। ’

বি‌এনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্দেশ্য করে হাছান মাহুমদ বলেন, ‘যানজট মুক্তভাবে ঈদ উপলক্ষে বাড়ি ফিরতে পারছে। অতিবৃষ্টি সড়ক কোন কোন জায়গায় নষ্ট হয়েছে। সেগুলো দ্রুত মেরামতের কার্যক্রম চলছে। চট্টগ্রামে শহরেও আপনারা সেটি দেখেছেন। কিন্তু বিএনপি চিরাচরিত মিথ্যাচারের ঝুড়ি নিয়ে বসেন, সকাল বেলা কিংবা বিকেল বেলা।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কেন্দ্রিয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. বদিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জুন ১৫, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।