ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ পটিয়ার নিমতলা মাজার এলাকায় দুটো বাসের মুখোমুখি সংঘর্ষ

চট্টগ্রাম: পটিয়ার নিমতলা মাজার এলাকায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৬ বাসযাত্রী।

শুক্রবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- কক্সবাজারের চিরিঙ্গা হিন্দুপাড়ার প্রবীণ শিক্ষক হৃদয় রঞ্জন দাশ (৭০), তার স্ত্রী বাসন্তি দাশ (৫৫) এবং জামাতা শিবাকর দাশ (৪০)।

এদের মধ্যে হৃদয় রঞ্জন দাশ এবং বাসন্তি দাশ ঘটনাস্থলে প্রাণ হারালেও শিবাকর দাশকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, দ্রুতগামী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত এবং ১৬ বাসযাত্রী আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
 
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার বাংলানিউজকে বলেন, পটিয়াতে সড়ক দুর্ঘটনায় আহত ১৬ বাসযাত্রীকে চমেক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বাকীদের চিকিৎসা সেবা চলছে।
 
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।