ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নাছির আর্জেন্টিনা, বিএসসি ব্রাজিল, নওফেল-জাবেদ কৌশলী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
নাছির আর্জেন্টিনা, বিএসসি ব্রাজিল, নওফেল-জাবেদ কৌশলী নুরুল ইসলাম বিএসসি, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আ জ ম নাছির উদ্দীন ও ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল

চট্টগ্রাম: বিশ্বজুড়ে চলছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। গ্রাম থেকে শহর-সবখানেই ফুটবল নিয়ে মাতোয়ারা সবাই। ব্যতিক্রম নেই চট্টগ্রামের শীর্ষ চার রাজনীতিবিদের মধ্যেও।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সমর্থক। পেলের ছন্দময় ফুটবলের বড় ভক্ত তিনি।

বৃহস্পতিবার (১৪ জুন) মন্ত্রী বাংলানিউজকে জানান, বিশ্বজুড়ে ফুটবলের ব্যাপক জনপ্রিয়তার পেছনে ফুটবল যাদুকর পেলের বড় অবদান রয়েছে। ব্রাজিলের ছন্দময় খেলা দেখেই মানুষ ফুটবলের প্রেমে পড়ে।

তিনি বলেন, 'হেক্সা মিশনে' ব্রাজিল রাশিয়া বিশ্বকাপ খেলতে এসেছে। আশা করি এবার তারাই বিশ্বকাপ জিতবে।

অন্যদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন সমর্থন করেন ম্যারাডোনার দেশ আর্জেন্টিনাকে। ফুটবল 'ঈশ্বর'  ম্যারাডোনার বড় ভক্ত তিনি।

বৃহস্পতিবার (১৪ জুন) মেয়র বাংলানিউজকে জানান, ম্যারাডোনার খেলা দেখে শৈশবেই আর্জেন্টিনার প্রেমে পড়ে যাই। তখন থেকেই আমি আর্জেন্টিনা দলের সমর্থক।

তিনি বলেন, রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা দলে মেসির মতো দুর্দান্ত খেলোয়াড় আছে। আশা করছি এবার মেসি বাহিনী ভক্ত-সমর্থকদের নিরাশ করবে না।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল সমর্থন প্রকাশের ক্ষেত্রে একটু 'কৌশলী'। রাশিয়া বিশ্বকাপে কোন দলকে সমর্থন করছেন সে বিষয়টি একেবারে গোপন রাখতে চান তিনি।

বৃহস্পতিবার (১৪ জুন) নওফেল বাংলানিউজকে বলেন, খেলাধুলা আমাদের বিনোদনের অংশ। তবে কে কোন দল সমর্থন করি এসব প্রকাশ্যে আনলে আমাদের মধ্যেই বিভক্তি সৃষ্টি হয়। তাই সমর্থনের বিষয়টি গোপন রাখতে চাই।

একই সুর ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদেরও। বৃহস্পতিবার (১৪ জুন) তিনি বাংলানিউজকে বলেন, ব্রাজিল-আর্জেন্টিনাসহ সব দলের সমর্থক আমার ভোটার। আমি নিজের সমর্থনের বিষয়টি প্রকাশ করে তাদের মনে 'দুঃখ' দিতে চাই না।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৮

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।