[x]
[x]
ঢাকা, শনিবার, ৩১ ভাদ্র ১৪২৫, ১৫ সেপ্টেম্বর ২০১৮
bangla news

খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-১৪ ৭:৪৭:৫৭ এএম
খালেদা জিয়াকে পছন্দের ইউনাইটেড হাসপাতালে ভর্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

খালেদা জিয়াকে পছন্দের ইউনাইটেড হাসপাতালে ভর্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চট্টগ্রাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পছন্দের ইউনাইটেড হাসপাতালে ভর্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন নগর বিএনপির নেতারা।

বৃহস্পতিবার(১৪ জুন) দুপুরে  নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানের নেতৃত্বে জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেনকে এ স্মারকলিপি দেওয়া হয়।

জেলা প্রশাসক এসময় স্মারকলিপি গ্রহণ করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। পরে কোর্ট বিল্ডিং চত্বরে আবু সুফিয়ানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আবু সুফিয়ান বলেন, বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তির সুপারিশ করেছিলেন।  গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যে অবহেলা চলছে তাতে মানুষের মনে গভীর আশঙ্কা জেগেছে, কোনো বেগম জিয়ার জীবন নিয়ে সরকার চক্রান্ত করছে কিনা?

এসময় নগর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, উপদেষ্টা নবাব খান, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক জি এম আইয়ুব খান, সহসাংগঠনিক সম্পাদক আবদুল হালিম স্বপন, সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নেজাম উদ্দিন খান, সদস্য মো. মহিউদ্দিন, নগর ছাত্রদল সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, ৪৩ নম্বর আমিন শিল্পাঞ্চালন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এফ এ সেলিম, নগর যুবদল নেতা মো. সোহেল চৌধুরী, ছাত্রদল নেতা মো. শফি ও এস এন রিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৮

জেইউ/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa