ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হত্যাকাণ্ড ‘তারাই’ শুরু করেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জুন ১২, ২০১৮
হত্যাকাণ্ড ‘তারাই’ শুরু করেছে নারী-পুরুষের মাঝে ঈদ উপহারস্বরূপ শাড়ি, লুঙ্গি তুলে দেন ফরিদ মাহমুদ।

চট্টগ্রাম: সমাজসেবক, রাজনীতিবিদ ফরিদ মাহমুদ বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যার পর এদেশে যারা প্রহসনের বিচারের মাধ্যমে কয়েক হাজার সামরিক ও বেসামরিক কর্মকর্তাকে হত্যা করেছে তারই পরবর্তীতে বিচার বর্হিভূত হত্যকাণ্ডের সূত্রপাত ঘটায়।’

মঙ্গলবার (১২ জুন) নগরের ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডে নারী-পুরুষদের মাঝে ঈদ উপহার স্বরূপ শাড়ি, লুঙ্গি বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ফরিদ মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, কর্নেল তাহের এবং মেজর মঞ্জুর হোসাইনসহ সকল হত্যকাণ্ডের বিচার নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

 হত্যার রাজনীতি চিরতরে বন্ধ করতে সোচ্চার রয়েছেন প্রধানমন্ত্রী।  যারা হত্যার রাজনীতি অতীতে করেছিল ভবিষ্যতে জনগণ তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না।

সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর জন্য বিশেষ মুনাজাত ও দোয়া কামনা করা হয়।

২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড ডি ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও যুবনেতা সাহেদুল ইসলাম সাহেদের পরিচালনায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মো. বাবর, নগর যুবলীগ সদস্য এসএম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, নগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু, নগর মহিলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক হুরে আরা বিউটি।

সভায় যুবনেতা আশরাফুল গণি, মো. মুরাদ, অলিউর রহমান সোহেল, নগর ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান রুমি, চবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন, ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল হোসেন, মো. আলমগীর হোসেন, মনজুর আলম রিমু, আনিসুর রহমান মামুন, যুবনেতা ইয়াছিন ভূইয়া, ছাত্রনেতা মাসুদ রানা নাজমুল, মো. ইমরান, মো. হুমায়ন, তানভির আহমেদ, আশরাফুল আলম ছিদ্দিকী, সরওয়ার জাহান নূর আদিব প্রমুখ বক্তব্য রাখেন।

সভাশেষে অতিথিদের সঙ্গে নিয়ে ফরিদ মাহমুদ উপস্থিত নারী-পুরুষের মাঝে ঈদ উপহারস্বরূপ শাড়ি, লুঙ্গি তুলে দেন।

বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, জুন ১২, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।