ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হারুন হত্যায় ৬ জনের তিন দিনের রিমান্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জুন ১২, ২০১৮
হারুন হত্যায় ৬ জনের তিন দিনের রিমান্ড

চট্টগ্রাম: নগরের সদরঘাট থানার কদমতলী এলাকার যুবদল নেতা ও পরিবহন ব্যবসায়ী হারুনুর রশিদ চৌধুরী হত্যা মামলায় গ্রেফতার ছয় আসামিকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১২ জুন) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন বলে বাংলানিউজকে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

আসামিরা হলেন, নূরন্নবী, কায়সার, সালাউদ্দিন প্রকাশ দুলাল, জসিম প্রকাশ তোতলা জসিম, সেজান এবং মো. শরীফ।

নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, আদালত ছয়জন প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, আলোচিত হারুন হত্যা মামলায় ছয় আসামিকে রিমান্ডে নিতে আবেদন করেছিলাম।

আদালত তা মঞ্জুর করেছেন।

গত বছরের ৩ ডিসেম্বর নগরের সদরঘাট থানার কদমতলী এলাকায় গুলি করে হত্যা করা হয় পরিবহণ ব্যবসায়ী ও যুবদল নেতা হারুনুর রশিদ চৌধুরী চৌধুরীকে। নিহত হারুন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত দস্তগীর চৌধুরীর বড় ভাই আলমগীর চৌধুরীর ছেলে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুন ১২, ২০১৮

এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।