ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিশ্বকাপ উন্মাদনায় রেডিসনের যত আয়োজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জুন ১১, ২০১৮
বিশ্বকাপ উন্মাদনায় রেডিসনের যত আয়োজন বিশ্বকাপের প্রতিটি খেলা লাইভ দেখা যাবে রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ’র বড় স্ক্রিনে।

চট্টগ্রাম: রাশিয়ায় পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের। এ উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও কাঁপছে ফুটবল-উন্মাদনায়। গ্রাম আর শহর-সবখানেই চলছে ফুটবল নিয়ে মাতামাতি।

বিশ্বকাপ নিয়ে ফুটবলপ্রেমীদের বাড়তি এ উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে নগরের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু চিটাগং বে ভিউ’র থাকছে নানা আয়োজন।

হোটেলটির বৈকাল বারে বিশ্বকাপের প্রতিটি খেলা লাইভ দেখা যাবে বড় স্ক্রিনে।

যেখানে পাচঁতারকা হোটেলের বিভিন্ন সেবার সঙ্গে মেসি-নেইমারদের ছন্দময় ফুটবল দেখতে পারবেন যে কেউ।

এছাড়াও সন্ধ্যা ৬টা থেকে রাত১০টা পর্যন্ত ‘হ্যাপিআওয়ার’ অফারের আওতায় বৈকালবারের নির্দিষ্ট পানীয়তে মিলবে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়! থাকবে মাত্র ৩ হাজার ২৫০ টাকায় শিশা প্রমোশন।

যার সঙ্গে যেকোনো ফ্লেভারের একটি শিশা এবং দুটি গ্রিল প্লেটার নিতে পারবেন রেডিসন গ্রাহকেরা।

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নগরের ভোজনরসিক দের কাছে জনপ্রিয় রেডিসনের এক্সচেইঞ্জ রেস্টুরেন্টেও মাত্র ২ হাজার ৯৫০ টাকায় ১টি ইন্টারন্যাশনাল ডিনার বাফেট অর্ডার করলে আরেকটি পাওয়া যাবে সম্পূর্ণ ফ্রিতে!

‘বাইওয়ান গেট ওয়ান’ অফারের আওতায় স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং আমেরিকান এক্সপ্রেসের ক্রেডিট কার্ড ব্যবহার করে বিশ্বকাপ চলাকালীন এ অফার ভোগ করতে পারবেন রেডিসন গ্রাহকেরা।

নানা স্বাদের জুস, ডেজার্ট, অ্যাপেটাইজার, মেইন কোর্স মেন্যুতে ভরপুর এ ডিনার বাফেটে ১৫০ রকমের দেশি-বিদেশি খাবারের আয়োজন থাকবে।

রেডিসন ব্লু চিটাগং বে ভিউ’র মহাব্যবস্থাপক রবিন এডওয়ার্ড’স জানান, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিশ্বজুড়েই উন্মাদনা চলছে। ফুটবল জ্বরে কাঁপছে বাংলাদেশও। সারাদেশের সঙ্গে চট্টগ্রামের ফুটবলপ্রেমীদের বিশ্বকাপ নিয়ে এ উন্মাদনার কথা মাথায় রেখে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছি আমরা। আশাকরি আমাদের এ উদ্যোগ উৎসবপ্রিয় বাঙালির বিশ্বকাপ উন্মাদনাকে আরও রঙিন করবে।

অফারের বিস্তারিত তথ্য মোবাইল ফোনে (০১৭৭৭৭০১১১৮) জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুন ১১, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।