ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘খালেদা জিয়ার চিকিৎসায় সরকার উদাসীন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জুন ১০, ২০১৮
‘খালেদা জিয়ার চিকিৎসায় সরকার উদাসীন’ বক্তব্য দেন নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান

চট্টগ্রাম: নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেছেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগে ভুগছেন। সম্প্রতি তিনি লন্ডনে চোখের অপারেশন করেছিলেন। চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যায় রাখতে বলেছেন। অথচ সরকার তার চিকিৎসার ব্যাপারে সম্পূর্ণ উদাসীন।

রোববার (১০ জুন) দুপুরে নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, বিএনপির পক্ষ থেকে বার বার দাবি করার পরও সরকার বেগম খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি।

বেগম জিয়ার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা প্রয়োজন। কিন্তু দলের নেতা-কর্মীদের দাবি সত্ত্বেও সরকার বিষয়টি উপেক্ষা করছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকারের প্রতিহিংসা বেড়ে চলছে। তার সুচিকিৎসার জন্য ব্যক্তিগত চিকিৎসক ও দলের নেতারা সোচ্চার থাকলেও সরকার তা অগ্রাহ্য করছে। সরকারের আচরণে মনে হচ্ছে তারা খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

নগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুল আলমের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন নগর সহ সভাপতি হারুন জামান, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, ইসকান্দর মির্জা, আরইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মবিন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এসএম সরওয়ার আলম, হালিশহর থানা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন ডেপটি, নগর বিএনপির সহ সম্পাদক মো. ইদ্রিস আলী, আজাদ বাঙালী, ইউনুস চৌধুরী হাকিম, আবু মুসা, নগর বিএনপির সদস্য ইউসুফ সিকদার, বেলায়েত হোসেন, শাহীন আহমেদ কবীর, ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ জামান, সাধারণ সম্পাদক এমএ হালিম বাবলু, এসএম আবুল কালাম আবু, সিরাজুল ইসলাম মুনসি, আনোয়ার হোসেন আরজু, নগর ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল, আবু বক্কর রাজু, কামরুল ইসলাম কুতুবী, সৈয়দ সাফওয়ান আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ১০, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।