ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিএমপির কল্যাণ সভায় পুরস্কৃত ১১৩ পুলিশ সদস্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মে ৩১, ২০১৮
সিএমপির কল্যাণ সভায় পুরস্কৃত ১১৩ পুলিশ সদস্য ট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার তাদের হাতে এ পুরস্কার তুলে দেন।

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন পর্যায়ের ১১৩ জন সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে দামপাড়া পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় এ পুরস্কার দেওয়া হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার তাদের হাতে এ পুরস্কার তুলে দেন। সম্প্রতি মো. ইকবাল বাহারকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজি পদে বদলি করা হয়েছে।

সভায় উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক, উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. কামরুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) আসিফ মহিউদ্দীন, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মঈনুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) নোবেল চাকমা, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী, আকবরশাহ থানার ওসি জসিম উদ্দিন, পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ পুরস্কার পান বলে জানান সিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) অলক বিশ্বাস।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, মে ৩১, ২০১৮

এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad