ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাদক আস্তানা ধবংস, আটক ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মে ২৭, ২০১৮
মাদক আস্তানা ধবংস, আটক ১০ নগরের আকবরশাহ থানার শহীদ লেইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম: মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনটি মাদক আস্তানা ধবংস করা হয়েছে এবং ১০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ মে) বিকেলে নগরের আকবরশাহ থানার শহীদ লেইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নগর পুলিশের ডিসি (পশ্চিম) ফারুক উল হকের তত্ত্বাবধানে ডিসি (ডিবি-বন্দর) শহীদুল্লাহ ও এডিসি (পশ্চিম) নাজমুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আকবর শাহ থানার ওসি জসীম উদ্দিনসহ প্রায় চার প্লাটুন ফোর্স অংশ নেন।

নগরের আকবরশাহ থানার শহীদ লেইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আকবর শাহ থানার ইন্সপেক্টর উৎপল বড়ুয়া বাংলানিউজকে বলেন, উর্ধতন কতৃপক্ষের নির্দেশনায় মাদক আস্তানায় অভিযান পরিচালনায় করা হয়েছে।

অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কামাল, মনির ও হাশেমের মাদক স্পটসমূহ স্থানীয় লোকজন গুড়িয়ে দেয়। এসময় পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ইয়াবাসহ ১০ জনকে আটক করা হয়। অভিযানের খবর পেয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি।

মাদকবিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, মে ২৭, ২০১৮

এসবি/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad