ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গ্যাস সংকট সমাধানে ক্যাবের স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, মে ২৭, ২০১৮
গ্যাস সংকট সমাধানে ক্যাবের স্মারকলিপি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক বরাবর ক্যাবের স্মারকলিপি

চট্টগ্রাম: জাতীয় গ্রিডে গ্যাসের পরিমাণ বৃদ্ধির পাশপাশি গ্যাসের চাপ (প্রেসার) বাড়ানো ও বিতরণে স্বচ্ছতা এনে নগরে গ্যাস সংকট সমাধানের দাবি জানিয়েছেন দেশের ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী জাতীয় প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নেতারা।

রোববার (২৭ মে) দুপুরে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি দিয়ে এ দাবি জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম দক্ষিন জেলার সভাপতি আবদুল মান্নান, ক্যাব নগরের সেলিম জাহাঙ্গীর এবং কেজিডিসিএলের মহাব্যবস্থাপক(বিপণন) প্রকৌশলী মোহাম্মদ আলী চৌধুরী ও উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আজিজুল হক।


 
ক্যাবের নেতারা বলেন, কয়েক বছর ধরে গ্যাস সংকটের কারণে নগরের বেশ কিছু আবাসিক এলাকায় চুলা জ্বলছে না। গভীর রাত থেকে ভোর পর্যন্ত তিন থেকে চার ঘণ্টা গ্যাস থাকছে।
তবে সূর্য ওঠার আগেই তা চলে যাচ্ছে। এ অবস্থায় নগর জীবনে মারাত্মক প্রভাব ফেলেছে।
 
তারা আরও বলেন, নগরের খুলশী, কোতোয়ালী, বন্দর, পতেঙ্গা, হালিশহর, পাঁচলাইশ, চকবাজার, লালখান বাজার, ফিরিঙ্গীবাজার, আগ্রাবাদ, পাহাড়তলী, ষোলকবহর, মেহেদীবাগ, চন্দনপুরা, আন্দরকিল্লা, বেপারীপাড়া, উত্তর আগ্রাবাদ এলাকায় গ্যাস সংকট প্রকট। এ অবস্থায় লাকড়িই রান্নাবান্নার প্রধান ভরসা হয়ে উঠেছে।
 
এসময় ক্যাবের নেতাদের কাছে কেজিডিসিএল ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খায়েজ আহমদ মজুমদার গ্যাস সংকটাপন্ন এলাকায় শিগগির টিম পাঠিয়ে গ্যাস সংকটের সমাধানের আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মে ২৭, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।