ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীর এশিয়ান পেপার মিলে আগুন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, মে ২৭, ২০১৮
হাটহাজারীর এশিয়ান পেপার মিলে আগুন  নন্দীরহাটের এশিয়ান পেপার মিলের আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার নন্দীরহাটের এশিয়ান পেপার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি কাজ করছে।

রোববার (২৮ মে) বিকেল তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন বাংলানিউজকে জানান, পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তবে পুরোপুরি আগুন নেভাতে আরও কিছুটা সময় লাগবে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ণয় করা হবে।

ক্ষতি ৫০ হাজার টাকা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে সন্ধ্যায় জানানো হয়েছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই এশিয়ান পেপার মিলের টিনের ছাউনির ঝুটের স্তূপে (পরিত্যক্ত কাগজ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকেল সাড়ে পাঁচটায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।  

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ২৭, ২০১৮
এআর/টিসি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।