ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নগর আওয়ামী লীগের ইফতারে নেতাকর্মীদের মিলনমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মে ২৬, ২০১৮
নগর আওয়ামী লীগের ইফতারে নেতাকর্মীদের মিলনমেলা নগর আওয়ামী লীগের ইফতার মাহফিল পরিণত হয়েছিলো নেতাকর্মীদের মিলনমেলায়। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের ইফতার মাহফিল পরিণত হয়েছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিলনমেলায়।

শনিবার (২৬ মে) বিকেলে নগরের কাজীরদেউরীস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার হলে আয়োজিত ইফতার মাহফিলে ছিল আওয়ামী লীগ, ‍যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপচেপড়া ভিড়।

দোয়া ও ইফতার মাহফিলে গ্রুপিং-ভেদাভেদ ভুলে সবাই হাজির হয়েছিলেন।

নগর আওয়ামী লীগের ইফতার মাহফিলে নেতাকর্মীদের মিলনমেলা।  ছবি: উজ্জ্বল ধরউপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নছির উদ্দীন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, নগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী, বদিউল আলম, এম এ রশিদ, নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসন মাহমুদ হাসনী, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, মো. হোসেন, আবদুল আহাদ, জোবাইদা নার্গিস খান, প্রকৌশলী মানস রক্ষিত, বিএমএ সভাপতি ডা. মুজিবুল হক খান, বিএমএ সাধারণ সম্পাদক ও নগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী সহ ‍যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বাংলানিউজকে বলেন, তৃণমূলে আমরা দলকে সংগঠিত করছি। দলের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ তা আজকের ইফতার মাহফিলই প্রমাণ করে।

আ জ ম নাছির উদ্দীন বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি।

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, মে ২৬, ২০১৮

এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।