ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গরুর মাংসের দাম বেশি নেওয়ায় ৪ জনের কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, মে ২৪, ২০১৮
গরুর মাংসের দাম বেশি নেওয়ায় ৪ জনের কারাদণ্ড অভিযানে নেতৃত্ব দেন রাউজানের উপজেলা কর্মকর্তা শামীম হোসেন রেজা

চট্টগ্রাম: রাউজান উপজেলায় গরুর মাংসের দাম বেশি নেওয়ায় তিন বিক্রেতাকে ১৫ দিন করে এবং একজনকে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা নোয়াপাড়ার পথের হাটে এ অভিযানে নেতৃত্ব দেন।

তিনি বাংলানিউজকে বলেন, হাড়সহ প্রতিকেজি গরুর মাংসের নির্ধারিত দাম ৪৫০ টাকা।

কিন্তু তারা হাড়সহ গরুর মাংস ৫৫০ টাকা এবং হাড় ছাড়া গরুর মাংস ৬৫০ টাকা বিক্রি করেছে। কেউ কেউ ওজনেও কারচুপি করেছে।
   

মাংস বিক্রেতাদের মধ্যে পাহাড়তলী ইউনিয়নের খানপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে মনছুর (৩৮), ওমর আলীর ছেলে আলী আকবর (৪০) ও তনু মিয়ার ছেলে ইমান আলীকে (২৮) ১৫ দিন করে এবং আব্দুর রাজ্জাকের ছেলে আবুল বাশারকে (৩৬) এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

জনস্বার্থ ও জনস্বাস্থ্যের বিষয় বিবেচনা করে অভিযান আরও জোরদার করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মে ২৪, ২০১৮
এআর/টিসি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।