ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি নৃবিজ্ঞান বিভাগের সভাপতির কক্ষে তালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মে ২৪, ২০১৮
চবি নৃবিজ্ঞান বিভাগের সভাপতির কক্ষে তালা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোগো

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নৃ-বিজ্ঞান বিভাগে চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিনের দাবিতে সভাপতির কক্ষে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার(২৪ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পরে সিনিয়র শিক্ষকদের হস্তক্ষেপে কিছুক্ষণ পর আন্দোলনকারী শিক্ষার্থীরা তালা খুলে দেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ২৮ জুন নৃ-বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের পরীক্ষার সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে।

কিন্তু অফিসিয়ালি বিভাগ থেকে এখনো রুটিন দেয়নি। সেশনজটের আশঙ্কা থেকেই তারা বিভাগের সভাপতির কক্ষে তালা দেয়।

চবি নৃ-বিজ্ঞান বিভাগের সভাপতি ড. এন এম সাজ্জাদুল হক বাংলানিউজকে বলেন, ‘এখনো একমাসের চেয়েও বেশি সময় আছে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার। কিন্তু তারা কোন যুক্তিতে এক মাস আগে রুটিন চায় সেটি আমার বোধগম্য নয়। ’

চবির সহকারী প্রক্টর লিটন মিত্র বাংলানিউজকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করেছি। ’

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মে ২৪, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।