ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সামনের গাড়ির সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, মে ২৪, ২০১৮
সামনের গাড়ির সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিলগেট এলাকায় সামনের গাড়ির সঙ্গে সংঘর্ষে মো. আরিফ (৫০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ মে) ভোররাত তিনটার দিকে বাদশা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দীন বাংলানিউজকে জানান, ঢাকামেট্রো ট-১৫-১২১৮ নম্বরের ট্রাকের সঙ্গে সামনের গাড়ির পেছনের অংশের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে ট্রাকচালক নিহত হন। আহত হন ট্রাকের কেবিনে (চালকের আসন) বসা আরও দুইজন।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভি‍সের কুমিরা স্টেশনের একটি গাড়ি পাঠানো হয় উদ্ধার অভিযান পরিচালনার জন্য। দুর্ঘটনাকবলিত ট্রাকটির ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।  

কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, নিহত আরিফ টাঙ্গাইলের বেপারি পাড়া এতিমখানা এলাকার ইজ্জত মিয়ার ছেলে। ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, মে ২৪, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।