ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নগরে গ্যাস সংকটের কারণ জানতে চাইলেন সুজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, মে ২৩, ২০১৮
নগরে গ্যাস সংকটের কারণ জানতে চাইলেন সুজন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডর (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে খোরশেদ আলম সুজনের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম: সিএনজি স্টেশন একটি নির্দিষ্ট সময় বন্ধ থাকার পরও বিভিন্ন ওয়ার্ডে গ্যাস সংকটের কারণ জানতে চাইলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন।

বুধবার (২৩ মে) সকাল ১১টার দিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডর (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক খায়েজ আহম্মদ মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করে সুজন এ তথ্য জানতে চান।

এ সময় সুজন বলেন, সরকারের সুস্পষ্ট ঘোষণা ইফতার ও সেহরীর সময় গৃহস্থালী কাজে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার।

এ জন্য সিএনজি স্টেশনগুলো প্রতিদিন রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এরপরও নগরের বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ নেই।
ফলে এলাকার মানুষজন সীমাহীন দুর্ভোগে পড়েছেন।

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে গ্যাসের সরবরাহ নেই। আট বছর ধরে ওই এলাকায় গ্যাসের সংকট। এটির সমাধানে অনেকবার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলার পরও কাজ হয়নি।

কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক খায়েজ আহম্মদ মজুমদার সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, ৩৮ নম্বর ওয়ার্ডের গ্যাস সংকট সমাধানে নতুন পাইপ লাইন স্থাপনের কাজ শুরু হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে শিগগির গ্যাস সংকট দূর করা হবে। ’

এ সময় উপস্থিত ছিলেন জি এম মার্কেটিং মো. আলী, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডর শ্রমিক কর্মচারী সংসদের সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক মো.আসলাম, রাজনীতিবিদ হাজী মো.ইলিয়াছ, মুক্তিযোদ্ধা এস এম আবু তাহের, নাগরিক উদ্যোগের সদস্য সচিব হাজী হোসেন কোম্পানী, এজাহারুল হক, এম আজাদ চৌধুরী, মোঃ.শাহজাহান, মো. নিজাম উদ্দিন, এ এস এম জাহিদ হোসেন, সমীর মহাজন লিটন, মো.শাহজাহান, সোরওয়ার্দী এলিন, তোফাজ্জল হোসেন ওয়াসিম, হাসান মুরাদ, মো. বেলাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ২৩, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।