ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ধ্বংস করা হলো ২৫ মণ আম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, মে ২৩, ২০১৮
ধ্বংস করা হলো ২৫ মণ আম রাসায়নিক মিশিয়ে পাকানো অপরিপক্ব ২৫ মণ আম জব্দ করে ধ্বংস করা হয় বোয়ালখালীতে

চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে তিন ফল ব্যবসায়ীকে রাসায়নিক মিশিয়ে পাকানো অপরিপক্ব আম বিক্রির দায়ে ৭ হাজার টাকা জরিমানা এবং ২৫ মণ আম জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ মে) ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ফোরকান এলাহি অনুপম।

তিনি জানান, অপরিপক্ব কাঁচা আম রাসায়নিক মিশিয়ে হলুদ করে বিক্রি করছিলেন ব্যবসায়ীরা।

 আমরা আমের আঁটি কেটে দেখেছি এখনো পরিপক্ব হয়নি। এ সব আম জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
এ আম বিক্রির দায়ে তিন ফল বিক্রেতাকে জরিমানা করা হয় ও সব আম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

এ ছাড়া ৬৪ গ্রাম ওজনের প্যাকেটে পণ্য বিক্রির দায়ে বোয়ালখালী উপজেলা সদরের ফুলকলিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এআর/টিসি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।