ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পুলিশ পাহারায় চলবে শাটল ট্রেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, মে ২৩, ২০১৮
পুলিশ পাহারায় চলবে শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভরসা শাটল ট্রেন

চট্টগ্রাম: রেলওয়ে পুলিশের পাহারায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন বৃহস্পতিবার (২৪ মে) থেকে চালাতে রাজি হয়েছেন লোকো মাস্টাররা।

মঙ্গলবার (২২ মে) সন্ধ্যায় নগরের ষোলশহর রেল স্টেশন থেকে চবিগামী শাটল ট্রেনের চালককে কে বা কারা তুলে নিয়ে যাওয়ার পর থেকে নিরাপত্তাহীনতার কারণে শাটল ট্রেন চালাতে অস্বীকৃতি জানায় লোকো মাস্টাররা।

জিআরপি পুলিশের পাহারায় শাটল ট্রেন চালাতে লোকো মাস্টাররা রাজি হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমদ।

তিনি বলেন, চবি উপাচার্যের অনুরোধে লোকো মাস্টারদের সঙ্গে আমরা বৈঠক করি। এ সময় রেলওয়ে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

আমরা তাদের নিরাপত্তার জন্য একজন উপ-পরিদর্শক (এসআই) ও চারজন কনস্টেবল দেওয়ার সিদ্ধান্তের কথা জানালে তারা ট্রেন চালাতে সম্মত হন। তবে তারা বিষয়টির স্থায়ী সমাধান চান।

বৃহস্পতিবার থেকে শিডিউল অনুযায়ী শাটল ট্রেন চলাচল করবে বলে জানান সৈয়দ ফারুক আহমদ।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এআর/টিসি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।