ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চমেকে রোগীর মৃত্যু, দারোয়ান বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, মে ২৩, ২০১৮
চমেকে রোগীর মৃত্যু, দারোয়ান বরখাস্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল

চট্টগ্রাম: ডায়ালাইসিস করতে এসে দারোয়ানের ধাক্কায় আবু তালেব (৬৫) নামে এক রোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ মে) দিনগত রাত ১টার দিকে নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আবু তালেবের বাড়ি সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট খাদেম পাড়ায়। এ ঘটনায় অভিযুক্ত চমেক হাসপাতালের দারোয়ান শাহ আলম পলাতক রয়েছে।

চমেক হাসপাতালে দায়িত্বরত পুলিশের পরিদর্শক জহিরুল হক ভূইয়া বাংলানিউজকে বলেন, ‘দারোয়ানের ধাক্কায় রোগী নিহতের ঘটনাটি শুনেছি। নিহতের স্বজনরা বিষয়টি আমাদের জানিয়েছেন।

রোগী সিটে বসতে চেয়েছিলো, তাই দারোয়ান নাকি ধাক্কা দিয়েছে। বিষয়টি অত্যন্ত অমানবিক। ’

বর্তমানে অভিযুক্ত সেই দারোয়ান শাহ আলম পলাতক রয়েছে বলেও জানান তিনি।

আবু তাহেরের ছেলে রাব্বি সাংবাদিকদের জানান, বাবাকে রক্ত পরিবর্তন (ডায়ালাইসিস) করার জন্য চমেক হাসপাতালে নিয়ে যাই। রক্ত পরিবর্তন শেষে ওয়ার্ডে থাকা চিকিৎসক বাবাকে ছাড়পত্র দেন। ওই সময়ে ওয়ার্ডের দারোয়ান শাহ আলম এসে আমার বাবা ও বোনকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে বলেন। একটু দেরি হওয়াতেই দারোয়ান আমার বৃদ্ধ বাবাকে ধাক্কা দেয়। এতে বাবা মাটিতে লুটিয়ে পরে ছটফট করতে করতে প্রাণ হারান। যেটি অত্যন্ত অমানবিক। আমি এর বিচার চাই।  

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘দারোয়ানের ধাক্কায় রোগীর মৃত্যুর বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। অভিযুক্ত হাসপাতালের দারোয়ান শাহ আলমকে ইতিমধ্যে সাময়িক বরাখাস্ত করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ২৩, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।