ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভারতের উদ্দেশে যাত্রা শুরু ‘তাজউদ্দীন’র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, মে ২২, ২০১৮
ভারতের উদ্দেশে যাত্রা শুরু ‘তাজউদ্দীন’র  ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর জাহাজ ‘তাজউদ্দীন’।

চট্টগ্রাম: প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশে যাত্রা শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর জাহাজ ‘তাজউদ্দীন’।

মঙ্গলবার (২২ মে) বিকেল পাঁচটায় চট্টগ্রাম সিজি বার্থ ত্যাগ করেছে জাহাজটি। শুভেচ্ছা সফরকালে জাহাজটি ভারতের চেন্নাই ও বিশাখাপত্তনম বন্দরে অবস্থান করবে।

এ সময় কোস্ট গার্ড সদস্যদের প্রশিক্ষণ (সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা, পরিবেশ দূষণ রোধকল্পে করণীয়) ও পারস্পরিক সম্প্রীতি ও সমঝোতা বৃদ্ধি এবং যৌথ মহড়াসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর প্রাধান্য দেওয়া হবে।

জাহাজটিতে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে রয়েছেন কমডোর বশির উদ্দিন আহম্মেদ।

জাহাজের অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন নাজমুল হাসানের নেতৃত্বে ১৪ জন কর্মকর্তা ও ১০৪ জন নাবিক রয়েছেন ‘তাজউদ্দীন’ জাহাজে।

জাহাজ পোতাশ্রয় ত্যাগের সময় জোনাল কমান্ডার পূর্ব জোন ক্যাপ্টেন এম ওয়াসিম মাকসুদসহ জাহাজে কর্মরত সব কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ সিজিবার্থ পতেঙ্গায় প্রিয়জনদের বিদায় জানান।

জাহাজটি সফর শেষে আগামী ৪ জুন চট্টগ্রাম সিজি বার্থ পতেঙ্গায় আসার কথা রয়েছে।

২০১৫ সালে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে প্রতিবছর উভয় দেশের কোস্ট গার্ডের জাহাজ দুই দেশে শুভেচ্ছা সফরে আসা-যাওয়া করছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ২২, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।