ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নদী বাঁচাতে র‍্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, মে ২২, ২০১৮
নদী বাঁচাতে র‍্যালি নদী বাঁচাতে জাতীয় নদী রক্ষা কমিশনের র‍্যালি

চট্টগ্রাম: নদীর দখল, দূষণ প্রতিরোধ ও নাব্যতা রক্ষায় জনসচেতনতামূলক র‍্যালি করেছে জাতীয় নদী রক্ষা কমিশন।

মঙ্গলবার (২২ মে) সকাল ১০টায় নগরের সার্কিট হাউস থেকে এ র‍্যালি শুরু হয়।

এতে নেতৃত্ব দেন জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার ও বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

র‍্যালিতে জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শঙ্কর রঞ্জন সাহা, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা বিশেষজ্ঞ ড. মনজুরুল কিবরীয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মে ২২, ২০১৮

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।