ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চিনি ৪৫, সয়াবিন ৮৫ টাকা অক্সিজেন মোড়ে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, মে ২১, ২০১৮
চিনি ৪৫, সয়াবিন ৮৫ টাকা অক্সিজেন মোড়ে অক্সিজেন মোড়ে ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমান

চট্টগ্রাম: নগরের বায়েজিদ থানার অক্সিজেন মোড়ে প্রতিকেজি চাল ২৫ টাকা, চিনি ৪৫ টাকা ও প্রতি লিটার সয়াবিন ৮৫ বিক্রি করছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই)।

সোমবার (২১ মে) বেলা ১১টায় কেডিএস গার্মেন্টসের সামনে গরিব-দুস্থদের জন্য ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রির এ কার্যক্রম উদ্বোধন করেন সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমান।  

এ বিক্রয় কেন্দ্রে জনপ্রতি ২ কেজি চিনি, ৫ কেজি চাউল এবং ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন সাধারণ মানুষ।

 রমজানের প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্রয় কেন্দ্রটি খোলা থাকবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমসিসিআই সহ-সভাপতি এএম মাহবুব চৌধুরী, পরিচালক মো. আমিনুজ্জামান ভূঁইয়া, জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

সিএমসিসিআই সভাপতি বলেন, মেট্রোপলিটন চেম্বার ব্যবসায়ীদের সংগঠন হলেও সামাজিক দায়বদ্ধতার আলোকে প্রতিবছর গরিব জনসাধারণের সুবিধার্থে এ ধরনের কার্যক্রম পালন করে আসছে। আগামীতে এ ধরনের কার্যক্রম আরও বাড়ানো হবে।  

গত ১৩ মে আগ্রাবাদে সিএমসিসিআই কার্যালয়ের সামনে প্রথম ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ২১, ২০১৮
এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।