ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আকবর শাহ এলাকায় উচ্ছেদ অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, মে ২০, ২০১৮
আকবর শাহ এলাকায় উচ্ছেদ অভিযান কবর শাহ রেলওয়ে কলোনির ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের আকবরশাহ রেলওয়ে কলোনিতে অবৈধ বসতি উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

রোববার (২০ মে) সকালে কোতোয়ালি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শেখ জোবাইর আহমেদ অভিযানে নেতৃত্ব দেন।

শেখ জোবাইর আহমেদ বাংলানিউজকে জানান, আমরা উচ্ছেদ অভিযান শুরু করেছি।

কী পরিমাণ অবৈধ বসতি উচ্ছেদ করা হয়েছে তা পরে জানানো হবে।  

তিনি জানান, অভিযানে পুলিশ, আনসার সদস্যরাসহ কেজিডিসিএল, পিডিবি, চট্টগ্রাম ওয়াসার কর্মীরা সহযোগিতা করছেন।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, মে ২০, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।