ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইফতারে রয়েল সুইটসের হালুয়ার কদর বেশি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মে ১৯, ২০১৮
ইফতারে রয়েল সুইটসের হালুয়ার কদর বেশি দীর্ঘসময় অপেক্ষা শেষে বাড়তি ভিড় মাড়িয়ে পছন্দের হালুয়া হাতে আসতেই তাদের চোখে-মুখে বিজয়ের হাসি। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: মাত্র ৩০০ বর্গফুটের একটি দোকান ঘিরে কয়েকশ মানুষের জটলা। কেউ এসেছেন মিক্সফ্রুট হালুয়া কিনতে, কেউবা মালাই হালুয়ার জন্যে।

দীর্ঘসময় অপেক্ষা শেষে বাড়তি ভিড় মাড়িয়ে পছন্দের হালুয়া হাতে আসতেই তাদের চোখে-মুখে বিজয়ের হাসি। দাম মিটিয়ে খুশি মনেই হালুয়া নিয়ে ফিরছেন নিজ নিজ গন্তব্যে।

এ চিত্র নগরের এনায়েত বাজার মোড়ের রয়েল বাংলা সুইটসের। মিষ্টি জাতীয় নানা খাদ্যের জন্য চট্টগ্রামজুড়েই খ্যাতি রয়েছে দোকানটির।

শনিবার (১৯ মে) বিকেলে রয়েল বাংলা সুইটসে গিয়ে দেখা যায়, নানা স্বাদের হালুয়া বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪০০ টাকায়। মিক্সফ্রুট হালুয়া, মালাই হালুয়া ছাড়াও গাজরের হালুয়ার বেশ চাহিদা আছে বলে জানান দোকানের বিক্রয়কর্মী মুহিত আহমেদ।

দীর্ঘসময় অপেক্ষা শেষে বাড়তি ভিড় মাড়িয়ে পছন্দের হালুয়া হাতে আসতেই তাদের চোখে-মুখে বিজয়ের হাসি।  ছবি: উজ্জ্বল ধরতিনি বাংলানিউজকে বলেন, ‘আমাদের দোকানের ঐতিহ্যবাহী হালুয়া কিনতেই মানুষ বেশি ভিড় করেন। তবে হালুয়া ছাড়াও হালিম, ফিরনি, জিলাপির প্রচুর চাহিদা রয়েছে। ’

নগরের নিউ মার্কেট এলাকা থেকে হালুয়া কিনতে এসেছিলেন আলমগীর হোসেন। তিনি বাংলানিউজকে বলেন, রয়েল বাংলার হালুয়াতে আলাদা স্বাদ আছে। দামও তুলনামূলক সাশ্রয়ী। রমজানের ইফতারে পরিবারের সবাইকে নিয়ে হালুয়ার স্বাদ নিতে এখানের মিক্সফ্রুট হালুয়া কিনতে এসেছি।

রমজানে হালুয়া ছাড়াও রয়েল বাংলা সুইটস এ কেজি প্রতি মাটন হালিম ৫০০ টাকা, চিকেন হালিম ৪৬০ টাকা, ফিরনি ৩০০ টাকা, জিলাপি ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়াও স্পেশাল মাটন সমুচা ১৫ টাকায়, মিন্ট বল ১৫ টাকায় এবং বেগুনি ৫ টাকায় পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মে ১৯ ২০১৮

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad