ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাঁচাবাজারে ইফতার সামগ্রির দাম বাড়ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মে ১৯, ২০১৮
কাঁচাবাজারে ইফতার সামগ্রির দাম বাড়ছে নগরের বাজারগুলোতে ইফতার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন পণ্যের দাম বাড়ছে।

চট্টগ্রাম: নগরের বাজারগুলোতে ইফতার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন পণ্যের দাম বাড়ছে। ধনে পাতা কেজিতে ৯০ টাকা, পুঁদিনা পাতা এক আঁটি ৪০, শসা ৭০, ও গাজর ৮০ টাকায় বিক্রি হচ্ছে । 

তবে বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে। তবে দেখা গেছে ইফতারে ব্যবহৃত পণ্য ছাড়া বাকি পণ্যের দাম নাগালের মধ্যে রয়েছে।

শনিবার (১৯ মে) বিকেলে কাজিরদেউড়ী ও চকবাজার কাঁচাবাজারে গিয়ে দেখা যায় এ চিত্র।

বাজারে বড় সাইজের এক হালি লেবু ৩০ টাকা, কাগজি লেবু এক হালি ২৫ টাকা ও ক্যাপসিক্যাম কেজিতে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, সরবরাহ কম হলে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়বে। কারণ পাইকারী বাজারে যদি বাড়ে তাহলে খুচরা পর্যায়েও প্রভাব পড়ে।

কাজির দেউড়ী বাজারে হারাধন নামে এক দোকানী বলেন, ‘পাইকারী থেকে মাত্র ৫ থেকে ১০ টাকা বাড়তি বিক্রি করছি। ইফতারে ব্যবহৃত পণ্যের সরবরাহের চেয়ে চাহিদা বাড়ার কারণে দাম বেশি। সরবরাহ বাড়লে দাম কমবে। ’

বাজার করতে আসা দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, বাজারে পণ্যের দাম বুঝা বড় দায়!  রোজার দ্বিতীয় দিনে যেভাবে দাম বাড়ছে, না জানি শেষ পর্যন্ত দাম কোথায় গিয়ে ঠেকে?

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মে ১৯, ২০১৮ 
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।