ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে আড়াই কোটি টাকার স্বর্ণ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, মে ১৯, ২০১৮
শাহ আমানতে আড়াই কোটি টাকার স্বর্ণ উদ্ধার প্রতীকি

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা একটি ফ্লাইটের শৌচাগারে ৫ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টম কর্মকর্তারা।

শনিবার (১৯ মে) বেলা পৌনে একটার দিকে ফ্লাইটটি অবতরণ করে।

কাস্টম হাউসের সহকারী কমিশনার উত্তম বিশ্বাস বাংলানিউজকে জানান, মালিকবিহীন অবস্থায় বিজি ১৩৬ ফ্লাইটের শৌচাগারে ৪৫টি স্বর্ণের বার পাওয়া গেছে।

যার ওজন ৫ কেজি ৩০০ গ্রাম।  এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।

তিনি জানান, মালিকবিহীন হওয়ায় স্বর্ণগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মে ১৯, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad