ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফারজানা মালিকের পোশাক প্রদর্শনী শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মে ১৮, ২০১৮
ফারজানা মালিকের পোশাক প্রদর্শনী শুরু ডিজাইনার ফারজানা মালিকের পোশাক প্রদর্শনী।

চট্টগ্রাম: নগরের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু  চিটাগাং বে ভিউতে শুরু হয়েছে ডিজাইনার ফারজানা মালিকের পোশাক প্রদর্শনী।

শুক্রবার (১৮ মে) বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন লায়ন কামরুন মালেক।  এ সময় উপস্থিত ছিলেন শিল্পী আহমেদ নেওয়াজ ও কবি বিশ্বজিৎ চৌধুরী।

ফারজানা মালিক বাংলানিউজকে বলেন, ২০ বছর ধরে সুগন্ধা আবাসিক এলাকায় আমি বুটিক হাউস পরিচালনা করছি। এবারই প্রথম প্রদর্শনী করছি।

আমার প্রতিটি পোশাকের নিজস্ব গল্প রয়েছে। ঐতিহ্য, আবহাওয়ার বিষয় মাথায় রেখে ফ্যাশন সচেতন নারীদের জন্য আরামদায়ক পোশাক তৈরি করেছি।

তিনি জানান, দুই দিনের এ প্রদর্শনীতে মসলিন, খাদি, সুতির কাপড়ের ওপর ব্লক, স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি, ‍কারচুপি ও হাতের কাজের নকশা করা হয়েছে। পার্টি পোশাক, ঈদের পোশাক ছাড়াও প্রচুর বিয়ের পোশাক রাখা হয়েছে প্রদর্শনীতে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সর্বনিম্ন ২ হাজার টাকার পোশাক থেকে শুরু করে সর্বোচ্চ ৯০ হাজার টাকা দামের পোশাক রয়েছে প্রদর্শনীতে।  

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, মে ১৮, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।