ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইফতার কেনার ধুম চট্টগ্রামে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, মে ১৮, ২০১৮
ইফতার কেনার ধুম চট্টগ্রামে প্রথম রোজায় ইফতার কেনার ধুম পড়ে চট্টগ্রাম। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: ‘চার ভাইয়ের আলাদা সংসার।  কিন্তু প্রথম রোজার ইফতার সবাই মায়ের সঙ্গে করি।  তাই দইবড়া, হালিম, জিলাপির মতো ব্যতিক্রম কিছু কিনতে আসা।’

শুক্রবার (১৮ মে) নগরের দামপাড়ার হান্ডি ইফতার বাজারের সামনে এসব কথা বলেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আনোয়ার হোসেন।

তিনি জানান, ১ কেজি মাটন হালিম ৫৫০ টাকা, একটি আস্ত মুরগির রোস্ট ৪০০ টাকা, ১ কেজি দই ২০০ টাকা, দই বড়া ৫০ টাকায় কিনেছি।

বিকেল সাড়ে তিনটার দিকে কালো মেঘে ছেয়ে যায় আকাশ।   একটু পরে নামে ঝুম বৃষ্টি।

  আধঘণ্টা পর আবার থেমে যায় বৃষ্টি। বৃষ্টিপাতের সময়টুকু ছাড়া বিকেল থেকে ইফতারের আগমুহূর্ত পর্যন্ত সরগরম ছিল ইফতারের অস্থায়ী স্টলগুলো।  এ সময় বিক্রেতাদের দম ফেলারই যেন ফুরসত মিলছিল না।

প্রথম রোজায় ইফতার কেনার ধুম পড়ে চট্টগ্রাম।  ছবি: সোহেল সরওয়ার

হান্ডির পাশে ছিল ধাবার স্টল। সেখানে বিফ হালিম ৫৩০ টাকা, চিকেন ৫৪০ টাকা ও মাটন ৫৫০ টাকা বিক্রি হয়েছে।

হালিম কিনতে এসেছিলেন গৃহিণী সালমা বেগম।   তিনি বাংলানিউজকে বলেন, ছোলা, দই-চিঁড়া, মুড়ি, লেবুর শরবত, পাটিসাপটা, বেগুনি, পেঁয়াজুসহ রকমারি পিঠাপুলি তৈরি করি ঘরে। জিলাপি, চপ, রোলসহ কিছু পদ আছে বাসায় তৈরি করা ঝামেলার। সেগুলোই নিতে এসেছি।

ইফতার নিয়ে সরগরম ছিল বনফুল, রেডচিলি, স্যাফরান, হাইওয়ে সুইটস, এরিস্ট্রোক্রেটসহ অভিজাত সব রেস্টুরেন্ট ও মিষ্টিবিপণি।    

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ১৮, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।