ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ওয়ার্ডে দ্বৈত কমিটি ভেঙে ‘পূর্ণাঙ্গ’ কমিটি করছে আ.লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মে ১৭, ২০১৮
ওয়ার্ডে দ্বৈত কমিটি ভেঙে ‘পূর্ণাঙ্গ’ কমিটি করছে আ.লীগ নগর আওয়ামী লীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সভায় বক্তব্য দেন আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: ‘রমজান মাসেই যে সমস্ত ওয়ার্ডে দ্বৈত কমিটি রয়েছে সেগুলোকে ঢেলে সাজিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি রূপান্তর করার প্রস্তুতি নিতে যাচ্ছে নগর আওয়ামী লীগ। ওয়ার্ড কমিটিগুলোকে ঢেলে সাজানোর পাশাপাশি যে সব কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদক মৃত্যুবরণ করেছেন সে সব কমিটিগুলোতে সভাপতি বা সাধারণ সম্পাদক পদে ভারপ্রাপ্ত নেতৃত্ব অর্পণ করারও সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।’

বৃহস্পতিবার (১৭ মে) বিকেলে নগরের জেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘রমজান মাসের ১০ রোজার মধ্যে নগর আওয়ামী লীগ বর্ধিত সভা আয়োজনের পরিকল্পনা করছে।

তবে রমজানে প্রতি বছরের মতো ইফতার পার্টি আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে আলাপ-আলোচনা করে একই সাথে আয়োজিত কর্মসূচিতে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।
আমরা নগরের ৪১টি ওয়ার্ড আওয়ামী লীগ কমিটি নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে প্রায় ৭টি ওয়ার্ডে ডাবল বা দ্বৈত কমিটি কার্যকর রয়েছে। নগর আওয়ামী লীগ ওই সব ওয়ার্ড নেতৃবৃন্দকে সমন্বিত করে সার্বজনীন আলাপ-আলোচনা করবে। সকলের সম্মতিতে ডাবল কমিটিগুলোকে ঢেলে সাজানোর পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ’

আগামী নির্বাচনের প্রাক প্রস্তুতি হিসেবে সকল থানা, ওয়ার্ড এবং ইউনিট আওয়ামী লীগকে গতিশীল ও সক্রিয়করণের পরিকল্পনা গ্রহণ করার কতা জানিয়ে আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বিদ্যমান সকল সমস্যা সমাধানকল্পে থানা এবং ওয়ার্ড কমিটিকে শক্তিশালীকরণের পাশাপাশি ইউনিটগুলোকেও সক্রিয় করা হবে। ’

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, উপদেষ্টা শেখ মাহমুদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, মে ১৭, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।