ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালিশহরে পলিথিনের গুদাম সিলগালা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, মে ১৭, ২০১৮
হালিশহরে পলিথিনের গুদাম সিলগালা

চট্টগ্রাম: নগরের দক্ষিণ মধ্যম হালিশহরের আনন্দবাজারে একটি পথিলিনের গুদাম সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে ১৯৯৫ সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের (সংশোধিত ২০১০) আওতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক ও পরিদর্শক মো. ফখরুদ্দিন চৌধুরী।

অধিদপ্তরের কর্মকর্তা খন্দকার মো. তাহাজ্জুত আলী বাংলানিউজকে জানান, পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন, শপিং ব্যাগ সামগ্রীর ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার সময় ব্যবসায়ী মো. রনির গুদাম থেকে ১ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় গুদামটি সিলগালা করে দেওয়া হয়।

    

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ১৭, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।