ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেলমাউন্টেন্ড গ্যান্ট্রি ক্রেনসহ ১০টি যন্ত্র উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, মে ১৭, ২০১৮
রেলমাউন্টেন্ড গ্যান্ট্রি ক্রেনসহ ১০টি যন্ত্র উদ্বোধন বন্দরে রেলমাউন্টেন্ড ইয়ার্ড গ্যান্ট্রি ক্রেনসহ ১০টি যন্ত্র উদ্বোধন করেন নৌমন্ত্রী শাজাহান খান। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: দেশের প্রধান সমুদ্রবন্দরে প্রথম রেলমাউন্টেন্ড ইয়ার্ড গ্যান্ট্রি ক্রেন উদ্বোধন করলেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। চীন থেকে ২১ কোটি ৯৬ লাখ টাকায় যন্ত্রটি সংগ্রহ করা হয়।

বৃহস্পতিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ৫ নম্বর জেটিতে আনুষ্ঠানিকভাবে রেলপথে পরিবহনের জন্য কনটেইনার লোড-আনলোডের বিশেষায়িত হ্যান্ডলিং ইক্যুইপমেন্টটি উদ্বোধন করেন।

মন্ত্রী একইসঙ্গে চীন থেকে আনা ৪টি, আরব আমিরাত থেকে আনা ২টি রাবার টায়ার গ্যান্ট্রি ক্রেন, জার্মানি থেকে আনা ১টি লগ হ্যান্ডলার, ইতালির ২টি ২০ টনের মোবাইল ক্রেনসহ মোট ৯৬ কোটি ৫৪ লাখ টাকার যন্ত্রপাতি,  রিভারমুরিং জেটি-৩ এবং নিরাপত্তা ভবন উদ্বোধন করেন।

রাবার টায়ার গ্যান্ট্রি ক্রেন, লগ হ্যান্ডলার, মোবাইল ক্রেনগুলো উদ্বোধন করেন নৌমন্ত্রী শাজাহান খান।  ছবি: সোহেল সরওয়ার

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজ।

এ সময় উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স  অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, বন্দরের সদস্য মো. জাফর আলম, কমডোর খন্দকার আকতার হোসেন, কমডোর শাহিন রহমান, কামরুল আমিন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তারিকুল ইসলাম, বন্দর সচিব মো. ওমর ফারুক, সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, বিকডার সভাপতি নুরুল কাইয়ুম খান,  সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাচ্চু, জুনিয়র চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোরশেদ এলিট, সভাপতি গিয়াস উদ্দিন, বন্দর সিবিএ সভাপতি আবুল মনসুর আহমদ, সাধারণ সম্পাদক রফিউদ্দিন খান প্রমুখ।   

২০২০ সালে অপারেশনে যাবে বে টার্মিনাল: নৌমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মে ১৭, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।