ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে পরীক্ষার উত্তরপত্র পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মে ১৬, ২০১৮
চবিতে পরীক্ষার উত্তরপত্র পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা চবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের স্টোর রুম ভেঙে দুই সেমিস্টারের পরীক্ষার উত্তরপত্র পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৬ মে) সকাল ৯টার দিকে অফিস সহকারী শামসুল আলম বিভাগের প্রধান ফটক খুলতে গেলে তালা ভাঙা দেখতে পান। পরে স্টোর রুম ও বিভাগের সভাপতির কক্ষের তালা ভাঙা দেখেন তিনি।

তিনি বাংলানিউজকে বলেন, ‘ওই ভবনের ছাদে গিয়ে কিছু উত্তরপত্র পোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখি। ’

বিভাগের সভাপতি অছিয়র রহমান বাংলানিউজকে বলেন, ‘মঙ্গলবার (১৫ মে) রাতের কোনো একসময় এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

পোড়ানো উত্তরপত্রগুলো তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের। প্রায় ৫০০ থেকে ৬০০ উত্তরপত্র ছিল এ দুটি সেমিস্টারে। ’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বাংলানিউজকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি।  এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। '

কমিটিতে জীববিজ্ঞান অনুষদের ডিন মাহবুবুর রহমানকে আহ্বায়ক, সহকারী প্রক্টর লিটন মিত্রকে সদস্যসচিব ও হেলাল উদ্দিনকে সদস্য করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মে ১৬, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।