ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রধানমন্ত্রীর ঘোষণার পরও কোটাবিরোধীরা ষড়যন্ত্র করছে

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মে ১৬, ২০১৮
প্রধানমন্ত্রীর ঘোষণার পরও কোটাবিরোধীরা ষড়যন্ত্র করছে ইফতার সামগ্রী বিতরণ করেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্পষ্ট ঘোষণার পরেও কোটাবিরোধীদের এ ইস্যুতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ।

বুধবার (১৬ মে) নগরের ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এ মন্তব্য করনে।

ফরিদ মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোনো নাগরিক ‘আমি রাজাকার’ প্লেকার্ড হাতে নিয়ে আন্দোলনে যোগ দিতে পারে না।

এ অপতৎপরতার নেপথ্য কোন স্বাধীনতাবিরোধী চক্রের সম্পৃক্ততা আছে তা খতিয়ে দেখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পরও এ নিয়ে যদি কোনো মহল পরিস্থিতি উত্তপ্ত করতে চায়, তাহলে তাদের সমুচিত জবাব দিতে হবে।

মনজুরুল আলম দুলাল ও সাহাব উদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য দেন নগর যুবলীগের সদস্য এসএম সাঈদ সুমন, সাইফুর রহমান পলাশ, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, হোসেন সরওয়ারদী ও যুবনেতা আশরাফুল গণি।

এ সময় অলিউর রহমান সোহেল, আনিসুর রহমান মামুন, ইয়াছিন ভূঁইয়া, মো. আলমগীর, শহিদুল ইসলাম শাহেদ, ঝালুক চৌধুরী, হোসেন মেম্বার, মো. মোশাররফ, মো. নুর উদ্দিন, মো. পুলক, জাবেদ আহমেদ, মো. সাইফুল, টিপু আহমেদ, জনি মিয়া, মো. রাহাদ, ফাইরোজ আহমেদ, মো. রিপন, মো. শরিফ, মো. ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেষে স্থানীয় বাসিন্দাদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন ফরিদ মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ১৬, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।