ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দ্রুত ট্রাইব্যুনালে ধর্ষকের বিচার দাবি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, মে ১৪, ২০১৮
দ্রুত ট্রাইব্যুনালে ধর্ষকের বিচার দাবি নারী ও শিশুর প্রতি সহিংসতা, যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমবেত হন।

চট্টগ্রাম: ‘ধর্ষকের জামিনবিহীন দ্রুত ট্রাইব্যুনালে বিচার দাবি, নারীর প্রতি শ্রদ্ধা ও সদ্ভাব এবং   শিক্ষা প্রতিষ্ঠানে অধিকতর নৈতিকতার পাঠ গ্রহণের তাগিদ দেয়া হয়েছে।’

রোববার (১৩ মে) নগরের চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ধর্ষণবিরোধী এক মানববন্ধন ও সমাবেশে বক্তরা এসব কথা বলেন।  

সামাজিক সংগঠন ‘ভয়েস এগেইন্সট রেপ’র উদ্যোগে সমাবেশে সাম্প্রতিককালে বেড়ে ওঠা নারী ও শিশুর প্রতি সহিংসতা, যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমবেত হন।

আয়োজক সংগঠনের মুখপাত্র ডা. সৌমিত্র বড়ুয়া হীরকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নারীনেত্রী শহীদ জায়া বেগম মুশতারী শফি, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও কিডনী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক  সভাপতি ও পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম গনজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, আবৃত্তি শিল্পী ও প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, উদীচী শিল্প গোষ্ঠী চট্টগ্রামের সহ-সভাপতি সুনীল ধর, ডা. সাজিয়া আফরিন, ডা. সুমিষ্টা বড়ুয়া, প্রভাষক ডা. মুনতাসির উদ্দিন, অ্যাডভোকেট মেঘলা বড়ুয়া, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের প্রভাষক মুনমুন বড়ুয়া, কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খাইরুন্নেসা ফাহিমা, প্রমা আবৃত্তি সংগঠনের রোমেনা আফাজ রুমি, খালেদা বেগম রিনা, নাজমুল আলিম সাদেকী সুমন, জোবায়ের হোসাইন, নাসরিন নিশা, জান্নাত, পপুলার ফার্মাসিউটিকেলসের এরিয়া ম্যানেজার কৌশিক বিশ্বাস, মো. ফরহাদ ইসলাম সাজু, মালিহা রিয়া প্রমুখ।

নারীনেত্রী শহীদ জায়া বেগম মুশতারী শফি বলেন, ‘ধর্ষকের জামিনবিহীন দ্রুত ট্রাইবুন্যালে শাস্তি নিশ্চিত করতে হবে।

ডা. সৌমিত্র বড়ুয়া হীরক বলেন, ‘পুরুষতান্ত্রিক এ সমাজে পুরুষ নামের কিছু কাপুরুষের দ্বারা সংগঠিত ধর্ষনের বিরুদ্ধে পুরুষদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রত্যেক পুরুষকেই পরিবারের সকল নারী সদস্য এমনকি গৃহপরিচারিকাসহ সকলের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করতে হবে। ’

বক্তারা, ধর্ষিতার প্রতি নেতিবাচক মনোভাব পরিহার করে ধর্ষিতাকে সামাজিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ারও আহবান জানান ।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মে ১৪, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।