ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি’র বেশিরভাগ ক্লাস-পরীক্ষা স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, মে ১৪, ২০১৮
চবি’র বেশিরভাগ ক্লাস-পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে শিক্ষার্থীরা উপস্থিত না থাকায় ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার (১৪ মে) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কোটা বাতিলের প্রজ্ঞাপন চেয়ে আন্দোলনকারীরা সকাল ৮টায় ষোলশহর স্টেশনে শাটল ট্রেন অবরোধ করে রাখে।

পরে সকাল ১০টা থেকে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক খুরশীদ সোলতানা বাংলানিউজকে বলেন, কয়েকটি বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি বলে শুনেছি।

তবে বিস্তারিত জানতে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জানা গেছে, চবির বাংলা বিভাগ, আরবি বিভাগ ও আইইআর ইনস্টিটিউটে ক্লাস-পরীক্ষা হয়নি।

বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মহীবুল আজিজ বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীদের আপত্তির পরিপ্রেক্ষিতে ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, শিক্ষার্থীরা না আসায় ক্লাস-পরীক্ষা বাতিল করতে হয়েছে।

শাটল ট্রেন আটকে দিল কোটা আন্দোলনকারীরা

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা,  মে ১৪, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।