ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফেনীর ফ্লাইওভারের একাংশ খুলছে, সোমবার বাস চলবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মে ১৩, ২০১৮
ফেনীর ফ্লাইওভারের একাংশ খুলছে, সোমবার বাস চলবে ফাইল ফটো

চট্টগ্রাম: ফেনীতে নির্মাণাধীন ফ্লাইওভারের এক অংশ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ফলে সোমবার (১৪ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-ট্রাকসহ সবধরনের যানবাহন চলাচল করবে।

রোববার (১৩ মে) রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিন।

তিনি বলেন, যানজট নিরসনের জন্য সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম থেকে যাত্রীবাহী গাড়ি না ছাড়ার ঘোষণা দিয়েছিলাম রোববার (১৩ মে) সকালে।

সন্ধ্যায় আমাদের ফেডারেশন ও সেতু মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা হয়েছে। তারা ১৫ মে সন্ধ্যার মধ্যে ফেনীর ফ্লাইওভারের এক অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন।
তাই আমরা যথানিয়মে যাত্রীবাহী গাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।

কফিল উদ্দিন বলেন, প্রতিদিন তিন ঘণ্টা ঢাকামুখী গাড়ি না ছাড়ার সিদ্ধান্তও স্থগিত করেছি আমরা।

এর আগে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভয়াবহ যানজট সহনীয় পর্যায়ে আনতে সোমবার (১৪ মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম থেকে কোনো যাত্রীবাহী গাড়ি না ছাড়ার সিদ্ধান্ত নেয় আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ (চট্টগ্রাম)।  

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, মে ১৩, ২০১৮
এআর/টিসি/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।