ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যখন খুশি ওভারটার্ন, লেগে যায় যানজট

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, মে ১৩, ২০১৮
যখন খুশি ওভারটার্ন, লেগে যায় যানজট যখন খুশি তখন গাড়ি ওভারটার্ন করতে গিয়ে সড়কে সৃষ্টি হচ্ছে যানজট

আলকরণ মোড় থেকে: যখন খুশি তখন গাড়ি ওভারটার্ন করতে গিয়ে সড়কে যানজট লাগিয়ে দিচ্ছেন গাড়িচালকেরা।

রোববার (১৩ মে) সকালে নগরের শহীদ সোহরাওয়ার্দী সড়কের (নিউমার্কেট থেকে কোতোয়ালি মোড়) আলকরণ মোড়ে দেখা গেছে এমন চিত্র।

একটি বড় ট্রাক ওভারটার্ন নিতে চেষ্টা করে আলকরণ থেকে কোতোয়ালির দিকে।

কিন্তু সড়কের ওপর দাঁড়িয়ে থাকা নতুন ব্রিজগামী (শাহ আমানত সেতু) টেম্পুগুলোর কারণে ঠিক মধ্যখানে আটকে যায় ট্রাকটি। এরপর প্রায় ১৫ মিনিট আলকরণ থেকে নিউমার্কেট মোড় পর্যন্ত থমকে থাকে।
১৫ মিনিট চেষ্টায় ট্রাফিক পুলিশের ৪ সদস্য সেই জট খুলতে সক্ষম হন।  

যখন খুশি ওভারটার্ন নিচ্ছেন চালকেরা।  ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজ

একই চিত্র নগরের অন্য সড়কগুলোতেও দেখা যায়। নিয়ম না মেনে যত্রতত্র গাড়ি ঘোরাতে গিয়ে পুরো সড়কে যানজট লাগিয়ে দিচ্ছেন চালকেরা। এতে নষ্ট হচ্ছে নগরবাসীর মূল্যবান কর্মঘণ্টা।

‘ফুঁ’ দিয়ে যানজট তাড়ানোর চেষ্টা!

নিউমার্কেট মোড়ে অসহায় ট্রাফিক পুলিশ

সড়কে গাড়ি দাঁড়ালেই যানজট জিইসি মোড়ে

যাত্রী তোলার অসুস্থ প্রতিযোগিতা বহদ্দারহাট মোড়ে

গণপরিবহনে শৃঙ্খলা আনার দায়িত্ব নিয়েছি: নাছির

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, মে ১৩, ২০১৮

এসকে/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad