ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুই কারণে মাছের দাম বেড়েছে বাজারে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
দুই কারণে মাছের দাম বেড়েছে বাজারে বড় আকারের কাতলা মাছ বিক্রি হচ্ছে ৪০০ টাকা।

চট্টগ্রাম: কাল বৈশাখী ঝড়ের কারণে জেলেরা সামুদ্রিক মাছ ধরছেন না। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় রুই জাতীয় মাছ ডিম ছাড়ায় সেখানেও মাছ ধরা নিষেধ। এ দুটি কারণে নগরের বাজারগুলোতে মাছের সরবরাহ কমেছে। ফলে মাছের দাম বেড়েছে।

শুক্রবার (২৭ এপ্রিল) সকালে চকবাজারের কাঁচাবাজার ও কাজীরদেউড়ি বাজারে গিয়ে দেখা যায়, নানা প্রজাতির মাছের দাম কেজি প্রতি ২০ থেকে ৫০ টাকা বেড়েছে।

বাজারে মাঝারি আকারে রুই মাছ কেজিতে বিক্রি হচ্ছে ৩৫০ টাকা।

গত সপ্তাহে ছিল ৩০০ টাকা। বড় আকারের কাতলা মাছ বিক্রি হচ্ছে ৪০০ টাকা।
যা গত সপ্তাহে ৩৫০ টাকায় বিক্রি হয়েছিল। এভাবে অন্যান্য মাছগুলোতেও কেজিতে ৫০ টাকা বেড়েছে।

তেলাপিয়া ১৮০ টাকা, মলা মাছ ১৫০ টাকা, বাটা মাছ ৪৫০ টাকা, চিংড়ি আকার ভেদে ৪৫০ থেকে ৮০০ টাকা, পাঙ্গাস মাছ ১৮০ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে।

কাজীর দেউড়ি বাজারের মাছের দোকানী শাহ আলম বাংলানিউজকে বলেন, ‘গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মাছের সরবরাহ কমেছে। হালদায় কিছু দিন আগে ডিম ছেড়েছে। তাই সেখানে মাছ ধরা নিষেধ জেলেদের। এ ছাড়া কাল বৈশাখী ঝড়ের কারণে সমুদ্রেও তেমন জেলেরা মাছ ধরতে যাচ্ছে না। তাই বাজারে মাছের ঘাটতি দেখা গেছে এবং মাছের দাম বেড়েছে। ’

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad