ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মীর নাছিরের বাড়ির অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
মীর নাছিরের বাড়ির অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন মীর মোহাম্মদ নাছির উদ্দিন

চট্টগ্রাম: বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের হাটহাজারীর বাড়ি থেকে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ভিজিল্যান্স টিম ৫টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।

কেজিডিসিএলের উপ মহা-ব্যবস্থাপক ও ভিজিল্যান্স টিমের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন।

প্রকৌশলী আমিনুর রহমান বাংলানিউজকে বলেন, সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিনের নামে চারটি চুলার অনুমোদন আছে। কিন্তু ওই বাড়িতে পাঁচটি চুলা জ্বালানো হচ্ছে।

আরও চারটি চুলার লাইন তৈরি করা ছিল।  

কেজিডিসিএল সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের নির্দেশে চট্টগ্রামে এপ্রিল মাসে ১ হাজার ১৭৩টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে। এর মধ্যে ১৫৭টি চুলা অবৈধ ছিল। এ ছাড়া ৫টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে ১টি সংযোগ ছিল অবৈধ।   

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮‌
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।