ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পরিবার পরিকল্পনা বিভাগ এখন ‘পরিবার কল্যাণে’ কাজ করছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
পরিবার পরিকল্পনা বিভাগ এখন ‘পরিবার কল্যাণে’ কাজ করছে পরিবার পরিকল্পনা বিভাগের বিভাগীয় কর্মশালায় অতিথিরা।

চট্টগ্রাম: পরিবার-পরিকল্পনা বিভাগ এখন ‘পরিবার কল্যাণে’ বিস্তৃত হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবার পরিকল্পনা বিভাগ চট্টগ্রামের উপপরিচালক ডা. উ খ্যে উইন।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে চট্টগ্রাম হাউসে মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা এবং মা-শিশুস্বাস্থ্য কার্যক্রম জোরদারকরণ বিষয়ক বিভাগীয় কর্মশালায় স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. ডা. উ খ্যে উইন বলেন, পরিবার পরিকল্পনা বিভাগ এখন জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমে সীমাবদ্ধ নেই।

  মা, প্রসূতি, প্রসবোত্তর সেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টিসেবা, নবজাতকের স্বাস্থ্যসেবাসহ অনেক কাজ করছে।   এসব কার্যক্রম আরও জোরদার করতেই চট্টগ্রাম বিভাগের পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে এ কর্মশালার আয়োজন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নেছা।   সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগের বিভাগীয় পরিচালক মুহাম্মদ নূরুল আলম।  ‍

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নূরুল আলম নিজামী, অতিরিক্ত জেলা প্রশাসক আমিরুল কায়েস, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক নাজনীন কাউসার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি মুজিবুল হক খান, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী প্রমুখ।    

কর্মশালায় চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজারসহ বিভিন্ন জেলা উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি,  ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও সেবাগ্রহীতারা অংশ নেন।

কর্মশালা পরিচালনা করেন রাউজানের পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী।   পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন ফেনীর পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. আবুল কালাম।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এআর/টিসি

    

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।