ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যাদুর নামে প্রতারণা, আটক ৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
যাদুর নামে প্রতারণা, আটক ৯

চট্টগ্রাম: কথিত যাদুর খেলার নামে প্রতারণার অভিযোগে ৯ প্রতারককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৪ এপ্রিল) রাতে নগরের খুলশী থানার টাইগারপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি সাউন্ড সিস্টেম ও কথিত যাদু দেখানোর নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন-মোস্তফা (৫২), স্বপন (৪০),আবুল কালাম (৩৮), জহিরুল ইসলাম (৩০),ইউসুফ (২৮), সাদ্দাম হোসেন (২৫), আলমগীর (২৩), জিকুব আলী (৩০) ও জামাল হোসেন (৩০)।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির জানান, সংঘবদ্ধ প্রতারক চক্রের ৯ সদস্যকে আটক করা হয়েছে। পথচারী ও নিম্ন আয়ের মানুষের কাছ থেকে টাকা-পয়স্ নিয়ে তারা যাদু, সাপের খেলা, তাবিজ বিক্রির অজুহাতে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিলো।

বিভিন্ন জনের কাছ থেকে প্রতারণার অভিযোগ পেয়ে টাইপাসের সবুজ বিপ্লব নার্সারির সামনে থেকে অভিযান চালিয়ে হাতেনাতে এ সংঘবদ্ধ প্রতারক চক্রের ৯ সদস্যকে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে খুলশী থানায় প্রতারণা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।