ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজের ভেতর কাভার্ডভ্যান, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজের ভেতর কাভার্ডভ্যান, নিহত ১ প্রতীকি

চট্টগ্রাম: পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশার গ্যারেজে ঢুকে হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. সেলিম (৪০) নামে এক গ্যারেজ মিস্ত্রি নিহত ও তিন ব্যক্তি আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম পটিয়ার কাগজীপাড়ার এয়ার মোহাম্মদের ছেলে।

আহতরা হলেন-মো. সাইফুল (২৪), মো. শফি (২৮) ও মো. মুছা (৪০)।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান সিএনজি অটোরিকশার গ্যারেজে ভেতরে ঢুকে পড়ে।

এতে গ্যারেজের ভেতরে থাকা ৪ জন আহত হন। আহতদের মধ্যে একজনকে গুরুতর আহতাবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad