ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়ধসে প্রাণ গেল কিশোরের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
পাহাড়ধসে প্রাণ গেল কিশোরের প্রতীকি

চট্টগ্রাম: পাহাড়ধসে মো. শাহেদ (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদের কাঞ্চনপুর ডাবাচ্ছোলা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহেদ ফরহাদাবাদ ইউনিয়নের মাহমুদাবাদ এলাকার ফকির বাড়ির মো. হানিফের ছেলে।

স্থানীয় ও পুলিশে সূত্র জানা যায়, শাহেদ সকালে পাহাড়ে লাকড়ি আনতে গিয়েছিল।

সেখানে হঠাৎ পাহাড়ধস পড়ে সে মাটির নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

হাটহাজারী মডেল থানার ডিউটি অফিসার এস আই নুরুজ্জামান বাংলানিউজকে বলেন, ‘উদ্ধার হওয়া ওই কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ’

বাংলাদেশ সময়:২০০০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।